Skip to content

Haste Dekho Gaita Dekho Lyrics। হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স । Haste Dekho Gaita Dekho Lyrics

Singer: Ayub bachcu

 

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

বোঝেনা কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে

বোঝেনা কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে নোনা ছবি আঁকে
আমার গল্প শুনে হয় আলোকিত উত্সব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম

বোঝেনা কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে

আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি ছেড়ে বিরাট শহর
ডাকার কথা জাগে ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আছে
আমার মাঝে আমিই যেন শুধু লুকাই

বোঝেনা কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

বোঝেনা কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে

বোঝেনা কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে……..

Kau kotha Rakheni lyrics । কেউ কথা রাখেনি লিরিক্স

Ei Brishti Bheja Raate lyrics । এই বৃষ্টি ভেজা রাতে লিরিক্স

Onek Shadhonar Pora Lyrics । অনেক সাধনার পরে লিরিক্স

Leave a Reply

Your email address will not be published.