Skip to content

Ek Akash Tara Lyrics। এক আকাশের তারা তুই লিরিক্স

এক আকাশের তারা তুই লিরিক্স। Ek Akash Tara Lyrics

Singerঃ Ayub Bacchu

 

এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস রে তুই মোরে
পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস রে তুই মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

হৃদয় নায়ে চড়বি যখন
বৈঠা দিস নে তুই মোরে
ভাসবো না হয় দুজন মিলে
স্বপ্নলোক জল সুখের ঘোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

দুখের বোঝা বইবি যখন
স্মরণ করিস রে তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যত দূরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে……..

Oporadhi gan Lyrics । অপারাধী গানের লিরিক্স । গানের লিরিক্স

আমি এক গরিব প্রেমিক নীলা লিরিক্স । Ami Ek Garib Premik Neela lyrics

Ekhon To Somoy Valobashar lyrics । এখন তো সময় ভালোবাসার লিরিক্স

Leave a Reply

Your email address will not be published.