Skip to content

Amito Ekdin Chole Jabo Lyrics। আমিতো একদিন চলে যাবো লিরিক্স

আমিতো একদিন চলে যাবো লিরিক্স। Amito Ekdin Chole Jabo Lyrics

Singer: Andrew Kishor

 

আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবেনা
অনেক দূরে হারিয়ে যাবো
কোথাও খুজে পাবে না না

আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবেনা
অনেক দূরে হারিয়ে যাবো
কোথাও খুজে পাবে না
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এত ভালোবেসে কেন বল
আমার হৃদয় তুমি ভরালে

কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এত ভালোবেসে কেন বল
আমার হৃদয় তুমি ভরালে
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবেনা
অনেক দূরে হারিয়ে যাবো
কোথাও খুজে পাবে না না

এই অন্তরে ফুলের বাসরে
কত যতনে রেখেছি তোমারে
আহাহা
এই অন্তরে ফুলের বাসরে
কত যতনে রেখেছি তোমারে
আমাকে তো পাবে না
দুহাত তুমি বাড়ালে
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এত ভালোবেসে কেন বল
আমার হৃদয় তুমি ভরালে
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবেনা
অনেক দূরে হারিয়ে যাবো
কোথাও খুজে পাবে না না

তুমি ভুলনা ভুলনা আমায়
লিখ নামটি স্মৃতির পাতায়
আহা
তুমি ভুলনা ভুলনা আমায়
লিখ নামটি স্মৃতির পাতায়
বড় প্রেমের জ্বালা আছে
একথা জানে সকলে
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এত ভালোবেসে কেন বল
আমার হৃদয় তুমি ভরালে

আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবেনা
অনেক দূরে হারিয়ে যাবো
কোথাও খুজে পাবে না না

আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবেনা
অনেক দূরে হারিয়ে যাবো
কোথাও খুজে পাবে না
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এত ভালোবেসে কেন বল
আমার হৃদয় তুমি ভরালে

কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এত ভালোবেসে কেন বল
আমার হৃদয় তুমি ভরালে……

Chole Gecho Tate Ki Lyrics। চলে গেছো তাতে কি লিরিক্স

Ekhono Majhe Majhe Lyrics। এখনো মাঝে মাঝে লিরিক্স । আসি

Leave a Reply

Your email address will not be published.